বগুড়ায় ট্রাক থেকে ১০৯ বোতল ফেন্সিডিল সহ আটক ২

116

স্টাফ রিপোর্টার
বগুড়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ১০৯ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। আটক হওয়া ওই দুইজন হলো- বগুড়ার পলাশবাড়ীর মৃত হাবিবর রহমানের ছেলে রনি মিয়া (৪০) এবং কালিবালার শফিকুল ইসলামের ছেলে সৈকত হাসান শাহিদ (২৩)।

শুক্রবার বেলা ১২ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকার বগুড়া-রংপুর মহাসড়কের একটি ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার বিকালে র‍্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় ওই দুই ব্যক্তি মাদক কেনাবেচা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বগুড়ার মহাস্থান এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহ হলে মহাস্থান বাজার এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে একটি পাথর ভর্তি ট্রাক (বগুড়া-ট-১১-২০৯৩) থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় ট্রাকের কেবিন থেকে ১০৯ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করা হয়। এছড়াও তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ৪ টি সীমকার্ড উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।