বগুড়ায় করোনায় আরো একজনের মৃত্যু: শনাক্ত ১২

129

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৭টি নমুনার ফলাফলে নতুন করে ১২জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১২দশমিক ৩৭শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৭জন। তবে করোনায় নতুন করে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওইয়া ব্যক্তি হলেন- বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার শাহাদত হোসেন(৮২)। তিনি শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ১২জনের  মধ্যে  সদরের ১১জন এবং বাকি একজন শাজাহানপুরের বাসিন্দা। শনিবার দুপুুুর সাড়ে একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১২জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় সবার নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৮৭৩জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৫৩২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৪৪জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৭জন।