নন্দীগ্রামে জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নব নির্বাচিত মেয়র আনিছুর রহমান

242

আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া )প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নব নির্বাচিত মেয়র আনিছুর রহমান । গত ৩০শে জানুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আনিছুর রহমান’র বাসায় ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও উৎসুক জনতা। প্রতিদিন অসংখ্য নেতাকর্মী বাসভবনে নতুন মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। জানান অভিনন্দন। ২ ই ফেব্রুয়ারি তাদেরকে নিয়েই আনিছুর রহমান নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নের কথা তুলে ধরেন । নব নির্বাচিত মেয়র আনিছুর রহমান বলেন, নাগরিক দায়িত্ববোধ থেকেই নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই নন্দীগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডের জনগণের সাথে বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছি ।নন্দীগ্রাম পৌরসভা কে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত পৌরসভা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়ন এবং সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে অত্র পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।এলাকার সকল অগ্রাধিকার ভিত্তিতে গ্রামে গ্রামে নারী নির্যাতন বন্ধে আইনী ভাবে মানুষকে সজাগ করে তোলা সহ সকল সমাজ বিরোধী কাজ বন্ধের পদক্ষেপ গ্রহন করতে চাই।তিনি আরোও বলেন,তরুনরাই হচ্ছে আগামী দিনের দেশ গড়ার কারিগর, তাই সকল কাজে এবং আলোকিত সমাজ গড়তে তরুন নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। আমি সমাজের সার্বিক উন্নয়ন ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে আসন্ন নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। নন্দীগ্রাম পৌরসভা কে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।