নন্দীগ্রামের নাগর নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় সাংবাদিককে প্রান নাশের হুমকি

157

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামের নাগর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল কে প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে। ৪ ই ফেব্রুয়ারী উক্ত হুমকির বিষয়ে নন্দীগ্রাম থানায় জিডি করেছে সাংবাদিক জুয়েল। ঘটনা সুত্রে জানাযায়, উপজেলার ৪নং ইউনিয়নের গুলিয়া কৃস্টপুর গ্রাম সংলগ্ন নাগর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং সেসব বালু ট্রাক দিয়ে বিক্রি করছে আদমদীঘি থানার চাঁপাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ খোকন হোসেন এমন খবরে গত ৩ ই ফেব্রুয়ারী সাংবাদিক জুয়েল সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং বিষয়টি পুলিশ প্রশাসন সহ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার ও উপজেলা কমিশনার (ভুমি) মোঃ নুরুল ইসলাম কে জানায়। এরপর অবৈধ ভাবে বালু উত্তোলনের ও বিক্রির মুলহোতা খোকন হোসেন সাংবাদিক জুয়েল কে ফোন করে ম্যানেজ করতে না পেরে তারা নন্দীগ্রাম সিমানায় বালু উত্তলন এবং বিক্রি করবে না যা করবে তাদের আদমদীঘি সিমানায় করবে এ কথা বলে সাংবাদিক জুয়েল কে মোবাইলেই যেখানেই থাকুক প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। উক্ত বিষয়ে সাংবাদিক জুয়েলের সাথে বথা বললে তিনি জানান, খোকন হোসেন নন্দীগ্রামে স্বাধীন ভাবে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির ব্যাবসা আমার জন্য বন্ধ হয়ে যাওয়ায় আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছে।