যুবসমাজকে ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে হবে-প্রদীপ কুমার রায়

256

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায় বলেছেন, যুবসমাজকে ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে হবে। সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে হবে। প্রতিটি এলাকার যুব সমাজ পারে দেশ ও দশের ভালো কাজে মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ করতে। একইসঙ্গে মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে। মাদক একটি দেশের যুব সমাজকে বিপদের দিকে খুব সহজে এগিয়ে নিয়ে যায়।তাই সবাইকে মাদকের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে। খেলাধুলাই পারে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে। স্থানীয় পর্যায়ে এ আয়োজন খেলার প্রতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শুক্রবার রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া তালুকদারপাড়ায় ব্যাডমিন্টন খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তালোড়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, দুপচাচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মহলদার, দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা মহসিন আলী, মোমেনুর রহমান তালুকদার পলাশ, আবু তাহের রানা, যুবলীগ নেতা আরিফুজ্জামান বুলেট, কৃষকলীগ নেতা মেহেদী হাসান স্বজলসহ আরও অনেকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি সহ উপস্থিত সকলে।