বগুড়ায় এক লাখ আট হাজার ডোজ টিকা দেয়া হবে

148

স্টাফ রিপোর্টার: বগুড়ায় মোট ১০ হাজার ৮০০ ভায়াল পেয়েছে। যা দিয়ে এক লাখ আট হাজার ডোজ টিকা দেয়া হবে। সদর উপজেলায় দেয়া হবে ১৭ হাজার ৬২৫টি ডোজ টিকা। বগুড়ায় ১২টি উপজেলায় করোনার টিকার বরাদ্দ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, সদর উপজেলায় দেয়া হবে ১৭ হাজার ৬২৫টি ডোজ, আদমদীঘিতে ছয় হাজার ১৯৮টি, ধুনটে ৯ হাজার ২৮৬টি, গাবতলীতে ১০ হাজার ১৪৯টি, কাহালুতে সাত হাজার ৬২টি, নন্দীগ্রামে পাঁচ হাজার ৭৪২টি, সারিয়াকান্দিতে আট হাজার ৫৯৭টি, শাজাহানপুরে ৯ হাজার ২০৩টি, শেরপুরে ১০ হাজার ৫৬৯, শিবগঞ্জে ১২ হাজার ২৬টি, সোনাতলায় পাঁচ হাজার ৯৩১টি এবং সবচেয়ে কম দুপচাঁচিয়া উপজেলায় পাঁচ হাজার ৬১১টি ডোজ বরাদ্দ দেয়া হয়েছে।গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল র্সাজন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।এ বিষয়ে তিনি জানান, ২৯ জানুয়ারি জেলায় করোনার ১০ হাজার ৮০০ ভায়াল এসে পৌঁছেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে জেলার সকল উপজেলায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে।এদিকে জেলায় গেল বছরের ১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন র্পযন্ত ৯ হাজার ৮৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৮৬ জন। এছাড়া করোনায় এখন র্পযন্ত ২৪৭ জনের মৃত্যু হয়েছে।