নওগাঁয় করোনা ভাইরাসের টিকাদানের কার্যক্রম শুরু

111

মোঃ আতিকুর হাসান সজীব (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে করোনা টিকা প্রদান শুরু হয়েছে। রবিবার সকালে জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ ৩৫টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এদিন নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় প্রথমে জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু হানিফ টিকা গ্রহণের মধ্য দিয়ে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। পরে একে একে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা ইউক কমান্ডার হারুন-অল রশীদ, জেলা

পরিষদের প্রধান নির্বাহী অ,ত,ম আবদুল সালেহ বাকী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন ও জেলা বিএমএ-এর সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্যরা ভ্যাকসিন গ্রহন করেন। এছাড়াও জেলার বাহিরে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে টিকা গ্রহনে উৎসাহ প্রদানের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ এই টিকা গ্রহণ করেন। নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ জেলায় ৮৪ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে ৪২ হাজার ব্যক্তিকে টিকা দেয়া যাবে। রবিবার জেলা সদরে ৫টি বুথে মোট ১১০ জনকে টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও

নওগাঁর ১১টি উপজেলায় ৩৫টি বুথে এসব টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও জেলায় এপর্যন্ত ৬ হাজার ব্যক্তি টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।