বিদেশি প্রভুদের কথায় বিএনপি নির্বাচনে যাবে হুইপ স্বপন

60


মুহাম্মাদ আবু মুসা
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বিদেশি প্রভুদের কথায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তিনি বলেন, বগুড়ার মানুষের সাথে জিয়া পরিবারের কোন সম্পর্ক নেই। এখন এই এলাকা আওয়ামী লীগের ঘাটতি হিসেবে পরিচিতি পেয়েছে। ১৫জুলাই/২৩ শনিবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, সহ-সভাপতি টি জামান নিকিতা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি ডাক্তার মোস্তফা আলম নান্নু। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা হুমায়ুন আলম চান্দু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা আক্তার, সাধারণ সম্পাদক নাজমা বেগম, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মী।