বগুড়া নন্দিগ্রাম করোনা টিকা কার্যক্রম উদ্বোধন

184

নন্দিগ্রাম বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া নন্দিগ্রাম উপজেলায় করোনা ভ্যাকসিন টিকা কার্যক্রম টিকা কার্যক্রম শুরু।
রবিবার (৭ ফেব্রুয়ারী) নন্দিগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে করোনা ভাইরাস টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কোভিট ১৯ উপজেলা শাখার সমন্বয় কমিটির সভাপতি শারমিন আখতার।

এ সময় উপস্থিত ছিলেন নন্দিগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি,মেডিক্যাল অফিসার ডাঃ ইকবাল মাহম্মুদ লিটন, নন্দিগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

উদ্বোধন শেষে প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হোসাইন। পরবর্তী টিকা নেন নন্দিগ্রাম থানার তদন্ত অফিসার আব্দুর রশিদ ৪০ জন টিকা নেন।
ভ্যাকসিন টিকা নেওয়া ব্যক্তিরা সাংবাদিকদের বলেন,, আমরা টিকা নিয়েছি আমাদের কোন সমস্যা হয়নি, এবং এখনো আমরা ভালো আছি আপনারাও টিকা গ্রহন করতে পারবেন।