মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় আসছেন

145

অনলাইন ডেস্ক

মালদ্বীপের প্রেসিডেন্টের আসন্ন বাংলাদেশ সফর চূড়ান্ত করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ আজ সোমবার ঢাকায় আসছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মার্চে বাংলাদেশ সফরে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সফরকালে দ্বিপক্ষীয় নানা বিষয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী চারদিনের সফরে আসছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসবেন।

এবারের সফরকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।