তাড়াশে কোভিড-১৯ প্রতিরোধে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

254

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে কোভিড-১৯ প্রতিরোধে
করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টিকা প্রদান কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে কোভিড-১৯ করোনা টিকা দেওয়া শুরু হয়। জনগনের সাথে সরাসরি সম্পৃক্ত ভিত্তিতে অনুষ্ঠানে প্রথম ১০জনের মধ্যে ভ্যাকসিন গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, থানা অফিসার-ইন-চার্জ ফজলে আশিক, বীর মুক্তিযোদ্ধা গাজী শামসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিক মহসীন আলী সহ অনেকে। পরে আরোও ১০জনসহ এ ভ্যাকসিন গ্রহন করে মোট ২০জন। এ ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান,তাড়াশ হাসপাতালের ডাঃ মোঃ রুমনসহ অনেকে।কমিটির সচিব ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন বলেন, যারা আজ প্রথম ভ্যাকসিন গ্রহন করলেন তাদের মধ্যে কেউ যদি কোন অসুবিধা বোধ করেন তাহলে তাকে তাড়াশ হাসপাতালের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রস্তুতি ঠিক করা আছে৷ টিকা গ্রহনকারীরা ১ঘন্টা অপেক্ষা করে কোনো অসুবিধা বোধ না করায় সবাই নিজ নিজ কর্মস্থলে চলে যান।