ঢাকা টেস্ট : টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

131

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। ঢাকায় ফিরে পুরোপুরি বদলে গেল টস ভাগ্য। এবার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তিনি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ফিল্ডিং করতে নামবে স্বাগতিক বাংলাদেশ দল।

এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাবে বাংলাদেশ। তবে পয়েন্টের হিসেবে থেকে যাবে সবার নিচেই। অবশ্য শতাংশের হিসেবে ২০ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে উঠবে বাংলাদেশ।

অন্যদিকে প্রথম ম্যাচ জিতে রাখায় এখন সিরিজ জয়ের হাতছানি ক্যারিবীয়দের সামনে। তারা এ ম্যাচটি জিতলে সিরিজ থেকে পাবে পূর্ণ ১২০ পয়েন্ট এবং দক্ষিণ আফ্রিকাকে টপকে ১৬০ পয়েন্ট নিয়ে উঠে যাবে তালিকার ছয় নম্বরে।

সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। অন্যদিকে ক্যারিবীয় একাদশে পরিবর্তন। এ সফরে প্রথমবারের মতো কোন ম্যাচে নতুন ক্যাপ অর্থাৎ কাউকে অভিষেক করায়নি ওয়েস্ট ইন্ডিজ দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান ও আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসলি, এনকেরুমা বোনার, জার্মেইন ব্লাকউড, জশুয়া ডি সিলভা, রাহকিম কর্নওয়াল, কাইল মেয়ার্স, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।