রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পাকিস্তানকে বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

64

অনলাইন ডেস্ক:
শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ৮ রান। দারুণ বোলিংয়ে প্রথম ৪ বলে ২ রান দিলেন জামান খান। শেষ দুই বলে আর পারলেন না পাকিস্তানের অভিষিক্ত পেসার। বাউন্ডারির পর ২ রান নিয়ে লঙ্কানদের ম্যাচ জেতালেন চারিথ আসালাঙ্কা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কার্যত এশিয়া কাপের সেমি-ফাইনালে পরিণত হওয়া ম্যাচে পাকিস্তানকে ডাকওয়ার্থ-লুইস স্টার্ন পদ্ধতিতে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৫২ রানের লক্ষ্য ইনিংসের শেষ বলে ছুঁয়েছে স্বাগতিকরা।
শেষ দিকে দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কাকে জেতানোর নায়ক আসালাঙ্কা। ৩ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৪৯ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। তার দারুণ ফিনিশিংয়ে এ নিয়ে রেকর্ড দ্বাদশবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা।
এর আগে জয়ের ভিত গড়ে দেন কুসাল মেন্ডিস। তিন নম্বরে নেমে ৯১ রান করেন তিনি৷ ৮ চার ও ১ ছক্কায় সাজান ৮৭ বলের ইনিংস। সাদিরা সামারাউইক্রামা করেন ৪৮ রান।
পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন ইফতিখার আহমেদ। শাহিন শাহ আফ্রিদি ধরেন ২ শিকার।
ম্যাচের প্রথমভাগে পাকিস্তানকে আড়াইশ পার করানোর মূল কারিগত মোহাম্মদ রিজওয়ান। অপরাজিত ইনিংসে ৮৬ রান করেন কিপার-ব্যাটসম্যান। ৭৩ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা।
এছাড়া আব্দুল্লাহ শফিক ৬৯ বলে ৫২ ও ইফতিখার খেলেন ৪০ বলে ৪৭ রানের ইনিংস।
একই মাঠে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪২ ওভারে ২৫২/৭ (শফিক ৫২, ফাখার ৪, বাবর ২৯, রিজওয়ান ৮৬*, হারিস ৩, নাওয়াজ ১২, ইফতিখার ৪৭, শাদাব ৩, আফ্রিদি ১*; মাদুশান ৭-১-৫৮-২, থিকশানা ৯-০-৪২-১, শানাকা ৩-০-১৮-০, ওয়েলালাগে ৯-০-৪০-১, পাথিরানা ৮-০-৬৫-৩, ধানাঞ্জয় ৬-০-২৮-০)
শ্রীলঙ্কা: ৪২ ওভারে ২৫২/৮ (নিসানকা ২৯, পেরেরা ১৭, মেন্ডিস ৯১, সামারাউইক্রামা ৪৮, আসালাঙ্কা ৪৯*, শানাকা ২, ধানাঞ্জয়া ৫, ওয়েলালাগে ০, মাদুশান ১, পাথিরানা ০*, আফ্রিদি ৯-০-৫২-২, জামান ৬-১-৩৯-০, ওয়াসিম ৩-০-২৫-০, নাওয়াজ ৭-০-২৬-০, শাদাব ৯-০-৫৫-১, ইফতিখার ৮-০-৫০-৩)
ফল: ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী

সুত্র-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম