সোনাতলায় ব্র্যাকের উদ্যোগে করোনা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

178

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ব্র্যাকের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রয়ারী শনিবার সকালে ব্র্যাকের সোনাতলা আঞ্চলিক অফিসে ব্র্যাকের স্বাস্থ্য’পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী’র আয়োজনে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু।কর্মশালায় করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের করনীয় বা ভূমিকা কি হওয়া উচিৎ তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন,ব্র্যাকের কোভিড-১৯ বিষয়ক এরিয়া ম্যানেজার মনজুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন,তেকানী চুকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল,পৌর কমিশনার জহুরুল ইসলাম শেফা মন্ডল,টি এম মেমোরিয়াল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক রজব আলী,বালুয়া ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,ইউএনও’র প্রতিনিধি ফেরদৌস রহমান,বালুয়া ইউপি সচিব রেজওয়ানুর রহমান,সদস্য সাজু মিয়া,সমাজ সেবক মিজানুর রহমান,মধুপুর ইউপি সদস্য জলিল খন্দকার,বিজলি রানী সরকার,পৌর কাজি তারাজুল ইসলাম,মোর্শেদা বেগম,ফেনসি বেগম সহ অনেকে।