তাড়াশ আ,লীগের সম্মেলনে গাজী আমজাদ হোসেন মিলন সভাপতি ও সঞ্জিত কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত

322

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল ১৪ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল সংযোগে যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক হোসেন, সেচ্ছা সেবকলীগের প্রেসিডিয়াম সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম. ম.আমজাদ হোসেন মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

দ্বিতীয় অধিবেশনে দলীয় কার্যালয়ে ভোট প্রদান শেষে সন্ধ্যা সাড়ে ৬টার গাজী ম.ম.আমজাদ হোসেন মিলনকে সভাপতি ও সঞ্জিত কর্মকারকে সাধারণ সম্পাদক ঘোষণা
করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সভাপতি পদে  গাজী ম,ম, আমজাদ হোসেন মিলন ১৯৩ ভোট পেয়ে বিজীয় হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হক ১৪৮ ভোট পেয়েছেন। নষ্ট ভোট- ৩৷।আর সাধারণ সম্পাদক পদে সঞ্জিত কর্মকার ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক মর্জিনা ইসলাম ৭১ ভোট পেয়েছেন। নষ্ট ভোট- ২৷