বগুড়ার নন্দীগ্রামে ডিজিটাল ম্যারাথন দৌড়

231

আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ ৮ শতাধিক মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। এতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম, ক্যাপ্টেন আহমেদ সাজিদ সিবহাতুল্লাহ, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আকতার বানু প্রমূখ।

শহীদ মিনার চত্বর থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে ওমরপুর এসে শেষ হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপস্ এর সহায়তায় তাদের দৌড় প্রতিযোগিতার সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়। দৌড়ে অংশ গ্রহণকারিদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ চতুর্থ থেকে দশম স্থান অধিকারী পর্যন্ত প্রত্যেককে পুরস্কার দেয়া হয়েছে।