আমরা এখন বুঝতে পারছি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের শুন্যতা—মজনু

231

——————————————
আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেন, আজ আমরা বুঝতে পারছি বীর মুক্তি যোদ্ধা মমতাজ উদ্দিনের শুন্যতা । তার শুন্যতা আজ দলের নেতা কর্মীরা বুঝতে শুরু করেছে । মমতাজ উদ্দিন ছিলেন, আমাদের বট বৃক্ষ, তার ছায়ায় আমরা বেড়ে উঠেছি, অভাব কখনও বুঝতে পারিনি। আজ তার অনুপস্থিতিই আমাদেরকে বুঝাতে শুরু করেছে যে, বগুড়া জেলার অভিভাবকের শুন্যতা। বঙ্গ বন্ধুর কন্যার সঠিক দিক নির্দেশনায় দেশে আজ অভুতপূর্ব সাফল্য অর্জিত হচ্ছে, তাই আমরা মহান আল্লাহর কাছে প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া কামনা করছি । মমতাজ উদ্দিনের দেখানো পথে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে চলতে হবে। বগুড়ায় আমরা ঐক্যবদ্ধ ভাবে চললে মমতাজ উদ্দিনের শুন্যতা পুরণ করতে পারব তাতে তার আত্মা শান্তি পাবে। মহান আল্লাহ তাকে তার কাজের সঠিক জাজা দান করুণ আমিন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক এর সভাপতিত্বে বগুড়া প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বীরমুক্তি যোদ্ধা প্রয়াত আলহাজ্ব মমতাজ উদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ এর পরিচালনায় এ সময় অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন,
বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতা,আবু কালাম আজাদ, টিএম মুসা পেস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, জেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা মেয়র প্রার্থী আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, প্রচার সম্পাদক মুকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক এস এম আল মামুন,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবু বাসার মানিক, সদর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু তরফ সুজন, ১৯ নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ূব আলী, শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরদার,  নুনগোলা  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী বদরুল আলম, ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজু মন্ডল, সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম রকি, সাবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসরাইল হক সরকার, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, জেলা তথ্য প্রযুক্তিলীগের সধারণ সম্পাদক গোলাম রব্বানী, নুনগোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুল ইসলাম ভোলা, সাধারণ সম্পাদক ইউনুছ আলী, ইউপি সদস্য আব্দুল হান্নান, আবু তাহের সোহাগ, সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান।