ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত এটিএম শামসুজ্জামান

145

অনলাইন ডেস্ক
ইচ্ছে অনুযায়ী ছেলে কামরুজ্জামানের কবরের পাশেই দাফন করা হয়েছে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। অভিনেতার পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। বাদ জোহর নারিন্দা পীর সাহেব বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। তারপর বাদ আসর সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরাস্থানে দাফন করা হয়।
এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।
অভিনয় ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এ অভিনেতা। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন ২০১৫ সালে। সদ্যপ্রয়াত এ অভিনেতা তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে।