মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পেজ বাতিল

116

অনলাইন ডেস্ক

মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পেজটি ডিলিট (বাতিল) করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারে হিংসা যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে তারা উদ্বিগ্ন। রয়টার্স সূত্রে খবর, সেনার হাতে প্রতিবাদীদের মৃত্যুকে কোনওভাবেই মেনে নিতে পারছে না ফেসবুক কর্তৃপক্ষ।এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা গোটা বিষয়টি এড়িয়ে যায়। অং সাং সুচিকে কেন বন্দি করে রাখা হয়েছে সে বিষয়ে প্রতিবাদের ঝড় উঠেছে ফেসবুকে।মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি ফেসবুক সহায়তা করতে পারে তাহলে তারা তা করবে বলেও জানিয়েছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মিয়ানমার সেনাদের পক্ষ অবলম্বন করে এমন ৭০ টি ফেক একাউন্টের সন্ধান পেয়েছে। এসব একাউন্ট তারা দ্রুত বন্ধ করে দেবে। ওই সব একাউন্টে সুচির বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। ফেসবুকের এ সিদ্ধান্তকে সমালোচনা করেছে মিয়ানমারের সেনারা।
তারা জানিয়েছে, নিজের ক্ষমতার অপব্যবহার করেছে ফেসবুক। তাদের এ কাজ করার এক্তিয়ার নেই। তবে নিজেদের দাবিতে অনড় থেকে ফেসবুক জানিয়েছে, তারা কোনও ধরনের হিংসা বরদাস্ত করবে না। তাই এ ধরনের সিদ্ধান্ত তারা ভবিষ্যতেও নেবে।