শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান,আর্থিক জরিমানা

145

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও খাদ্যপণ্য রাখার অপরাধে দুই ষ্টোরের মালিকের ৩ হাজার টাকার আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমতলী বন্দরে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে সুমন মেডিক্যাল ষ্টোরে মেয়াদোত্তীর্ন বিভিন্ন ঔষধ রাখার অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় এক হাজার টাকা এবং মেসার্স মাহিনুর ষ্টোরে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য রাখার অপরাধে একই আইনে দুই হাজার টাকা জরিমানা করেন তিনি।
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।