বগুড়ায় র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

175

স্টাফ রিপোর্টার
বগুড়ায় র‍্যাবের অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে জেলার আদমদীঘি বাজারে একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ওই ৫ জন হলো- বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী পূর্বপাড়ার নুর ইসলামের ছেলে রুহুল আমিন (২২), ডুমরিগ্রামের আঃ রশিদের ছেলে রনি (২৫), কুসুম্বী সোনারপাড়ার আঃ জলিলের ছেলে নাঈম হোসেন (২৫), কাহালু থানার নারহট্ট সরদার পাড়ার রঞ্জু সরদারের ছেলে রাহাত বাবু (২৮) ও নওগাঁর বদলগাছির কয়া ভবানীপুরের আমানুল হকের ছেলে মমিনুল হক (২১)।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি বাজারের একটি হোটেল থেকে ওই ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা, ৬ টি মোবাইল, ৮ টি সীমকার্ড ও ২ সেট তাস উদ্ধার করা হয়।

বগুড়া র‍্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার হওয়া ওই ৫ জুয়াড়িকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।