আদমদীঘিতে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

182

মোঃ শিমুল হাসান,, ( আদমদীঘি, বগুড়া)প্রতিনিধিঃ

“মজিব শতবর্ষ উপলক্ষে” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থনৈতিক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনের সহায়তায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনী ঢেকড়া গ্রামের যাদের জমি আছে ঘর নেই এমন ১২টি গৃহহীন পরিবার কে ঘর প্রদান কল্পে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ লক্ষে ৫ মার্চ শুক্রবার সকাল ১০ টায় ছাতনী গ্রামে এক আলোচনা সভা সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমান বেগম চাঁপা খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, নওগাঁর রাণীনগর উপজেলা প্রকৌশলী শাহ্ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সান্তাহার ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।