দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

172

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক লাইব্রেরীর উদ্বোধন এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে প্রতিষ্ঠানের বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, বীরমুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, সামছুদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভার পূর্বে থানার অফিসার ইনচার্জ হাসান আলী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক লাইব্রেরীর ফিতা কেটে উদ্বোধন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।