বগুড়ার দুপচাঁচিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

150

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে। এদিন সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন নতুন ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও বিকেলে হাবিবুর রহমান সাথী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর ভাষণ, আবৃতি, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপরোক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার সহ বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও সন্ধ্যায় সিও অফিস বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।