সান্তাহারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

125

মোঃশিমুল হাসান, (আদমদীঘি বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সান্তাহারে ঐতিহাসিক ৭ ই মার্চ -২০২১ইং উদযাপন উপলক্ষে সান্তাহার পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সান্তাহার পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভায় সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস, এম, জাহিদুর বারি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কুদরত -ই এলাহি কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নজরুল হামিদ ফুতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পিয়াল, শান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, জি, আর, এম শাহজাহান আলী সেচছাসেবকলীগের সভাপতি ফিরোজ মোঃ চন্দন হোসেন, সাঃসম্পাদক মোঃ রকি সহ উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু তার পরিবারের সকল সদস্য এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।