আদমদীঘি কৃষি অফিসের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠান         

149

মোঃ শিমুল হাসান,, ( আদমদীঘি বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৯ মার্চ, ২০২১) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় কৃষক কৃষাণীদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  ডিএই বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ রাহেলা পারভীন। প্রশিক্ষণে লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, রোগবালাই এবং পোকামাকড় দমন ব্যবস্থাপনাসহ  কৃষি ভিত্তিক বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি।প্রশিক্ষণে আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী , কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়  ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমাসহ উপজেলার কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীপ্রাপ্ত ৩০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।