স্ত্রী কর্তৃক থানায় মামলা

বগুড়া সদরের বাঘোপাড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবক-যুবতী আটক

199

দুলাল (বগুড়) সদর প্রতিনিধিঃ রবিবার সকালে বগুড়া সদরের বাঘোপাড়ায় ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ অনৈতিক কার্যকলাপ করার অপরাধে এলাকাবাসী এক যুবক যুবতীকে পুলিশের হাতে সোপোর্দ করায় ঐ যুবকের স্ত্রী বাদী হয়ে ৩ জনকে আসামী সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।
সদর থানার অভিযোগ সুত্রে জানা গেছে বগুড়ার শিবগঞ্জ থানার মহাস্থান গ্রামের মৃত্যু নুর ইসলামের পুত্র মোত্তাকীন ৬/৭ বছর পূর্বে মহাস্থান গ্রামের মৃত্যু শাহজাহানের মেয়ে শারিনা ইয়াসমিন ঊষাকে বিয়ে করে। বিয়ের পর তাদের ঘরে পর পর দুজন সন্তান জন্ম গ্রহন করে। শারিনা জানান মোত্তাকীন একজন দুঃ চরিত্রবান। সে আমাকে ছাড়া বিভিন্ন ধরণের মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে অবৈধভাবে মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তুলে দৈহিক সম্পর্ক করে। বিষয়টি আমি জানতে পেয়ে ১৪/৩/২০২১ ইং তারিখ সকাল ৮ টা ৩০ মিঃ সদরের বাঘোপাড়া দক্ষিণ পাড়ার জনৈক আব্দুল জলিলের বাড়ীতে বিবাহ বহিরর্ভুত ভাবে সদরের দশটিকা (ফিল্ডপাড়া) গ্রামের মৃত্যু আবুল হোসেনের জনৈক একজন মেয়েকে নিয়ে অসামাজিক কার্যকলামে লিপ্ত থাকায় এলাকাবাসীর সহযোগীতায় আমি তাকে হাতে নাতে আটক করি, সে ক্ষীপ্ত হয়ে আমাকে ও আমার সাথে থাকা আমার মামাকে মারপিট করে আহত করে। তার পরও আমি তার শাস্তির জন্য সদর থানা পুলিশের হাতে সোপোর্দ করে তাকে সহ ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি এবং প্রশাসনের কাছে আশা করছি আমি সঠিক আইনী সহযোগীতা পাব ও তার কঠিন বিচার হবে। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর হুমায়ুন কবীর ও ইন্সপেক্টর ( তদন্ত) আবুল কালাম আজাদের সাথে কথা বললে তাঁরা জানান শারিনা যাতে সঠিক আইনী সহযোগীতা পায় তার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।ভুক্তভোগী শারিনা ইয়াসমিন উষা ও তার পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দুঃচরিত্রবান মোত্তাকীনের কঠিন শাস্তির দাবী জানান।