ঢাকা থেকে ছিনতাই হওয়া পিকআপ তিনমাস পর বগুড়ায় উদ্ধার, আটক ২

200

স্টাফ রিপোর্টার
ঢাকার ধামরাই থেকে ছিনতাই হওয়া পিকআপ বগুড়া থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের রাজারগাড়ী এলাকার হেলাল প্রাং এর ছেলে আতাউর রহমান(২৪) এবং পঞ্চদাস সরদারপাড়ার রাজমোহন হরিদাসের ছেলে শতরুপা রবিদাস(২৩)। রোববার শহরের ধরমপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, গত বছরের ২১ ডিসেম্বর ঢাকার ধামরাই থানার কুল্লা ইউনিয়ন থেকে ঢাকা মেট্রো ন- ১৫-০৫৫১  রেজিষ্ট্রেশন নম্বরের পিক আপ টি রাস্তায় বালুর বস্তা ও গাছের গুড়ি ফেলে ছিনতাই করে নেয়। পরে পিক আপের মালিক এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরে ৩ মাস পর বগুড়ার ধরমপুর বাজার থেকে একটি পিক আপ উদ্ধার করে ডিবি।

তারপর বিপণন প্রতিষ্ঠান র‌্যাংস মোটরসের মাধ্যমে পিক-আপটির মালিককে খুঁজে বের করা হয়।

মালিক জানান,  পিক-আপটি ঢাকার ধামরাই থেকে ছিনতাই হয়েছে এবং পিক-আপটি ছিনতাইয়ের বিপরীতে তিনি একটি মামলা দায়ের করেছেন। যা ধামরাই থানার মামলা নং-১২/৫৬, তাং-১০/০২/২০২১ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড।

ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, আইনানুগ প্রক্রিয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে আটক আসামী দু’জনসহ পিক-আপটি হস্তান্তর করা হয়েছে।