দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

153

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অদ্যই বুধবার সকালে উপজেলা প্রশাসন নতুন ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুপচাঁচিয়া পৌরসভা, নেসকো, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ শেষে হাবিবুর রহমান সাথী অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ. মোঃ মাহমুদুন নবীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মো. হাসনাত, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুÐু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, দুপচাঁচিয়া পৌর পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয় এবং তা শিশু সহ উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।