আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

202

মোঃ শিমুল হাসান , আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রায়হান হোসেন শাকিল (২৪) নামে এক যুবকের। তিনি উপজেলার রড় আখিড়া গ্রামের মৃত ইদ্রিস মন্ডলের ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড় আখিড়া গ্রামের জনৈক মৎস্যচাষী পরিতোষ মাছ ধরতে পুকুরের পানি শুকাচ্ছিলেন। এমন খবর পেয়ে পুকুরসংলগ্ন বাড়ির বাসিন্দা যুবক শাকিল সান্তাহারে চাকরিতে না গিয়ে মাছ ধরতে আসেন ওই পুকুরে। পানি শুকিয়ে গেলে সবাই যখন পুকুরে মাছ ধরতে নামেন তখন শাকিল বৈদ্যুতিক সেচপাম্পের সংযোগ খুলে দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর ভাবে আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।