স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

175

অনলাইন ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ বছর জাতি উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিন বাহিনীর গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিকরা।

স্বাধীনতার ৫০বছর পূর্তিতে পৃথক পৃথক বানী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি জানান, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা জাতির জন্য একটি অনন্য উপহার।