সোনাতলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা

164

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ। ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। ২৫শে মার্চ, গণহত্যা দিবস আজ।

২৫শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু চত্বর থেকে সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনার মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। এ সময়ে শহীদের সরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিনহাদুজ্জামান লীটন সভাপতি উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।