আদমদীঘিতে স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

146

মোঃ শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ ঃ বগুড়া আদমদীঘি উপজেলায় স্বাস্থ্যবিধি মানাতে মাঠে উপজেলা প্রশাসন। দেশে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই করোনা ভাইরাস প্রতিরোধে বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি সাধারণ মানুষরা তেমন একটা অনুসরন করছে না। যার কারণে দিন দিন এই সংক্রমণের হার বেড়েই চলেছে। তাই এই সংক্রমণের হার কমানোর লক্ষ্যে সরকার মাস্ক ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার বিকেল ৪ টায় আদমদীঘি উপজেলার শাওইল বাজারে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে প্রচারনা এবং ১০০ জনকে মাস্ক বিতরন করেন , উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব, সীমা শারমিন। এ সময় কোভিড ১৯- নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করার অপরাধে ৪ জনকে ২১০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, সীমা শারমিন। তিনি এ বিষয়ে সাংবাদিকদের বলেন ভবিষ্যতে এই রকম অভিযান অব্যাহাত থাকবে।