দুপচাঁচিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে করোনা সম্পর্কে আলোচনা সভা

146

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দুপচাঁচিয়া উপজেলা আহবায়ক কমিটির আয়োজনে কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় গণসচেনতা সৃষ্টির লক্ষ্যে করণীয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্যই রোববার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা মৎস্যজীবী লীগ আহবায়ক কমিটির আহবায়ক দেলোয়ার সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানা রাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা উপজেলা মৎস্যজীবী লীগের উপদেষ্টা গোলাম রসুল, আ’লীগ নেতা জালাল হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক দিপন বর্মণ, মাসুদ রানা, সদস্য সাগর মন্ডল, গুনাহার ইউনিয়ন আহবায়ক তোতা মিয়া, যুগ্ম আহবায়ক গৌরাঙ্গ কুমার, তালোড়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক আলেফ আলী, সদস্য ফিরোজ হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলা মৎস্যজীবী লীগ আহবায়ক কমিটির আহবায়ক দেলোয়ার সরদার তালোড়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের ২৩সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা ও অনুমোদন প্রদান করেন। কমিটিতে আলেফ আলীকে আহবায়ক, ওমর ফারুককে, রাজ্জাকুল বারী, শ্রী কৃষ্ণ প্রামানিক, কামরুজ্জামানকে যুগ্ম আহবায়ক ও স্বরজিৎ চন্দ্র বর্মনকে সদস্য সচিব মনোনীত করে এ কমিটি অনুদোন দেয়া হয়।