সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

183

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন সম্পর্কে ও দেশে বর্তমান পরিস্থিতে উপজেলার আইনশৃঙ্খলা জোরদারের লক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,পৌরসভা ও ইউপি’র জনপ্রতিনিধি,প্রেসক্লাব,ব্যবসায়ী নেতা,ডাক্তার,ইমাম এবং বিবাহ রেজিষ্টারকদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সহকারী পুলিশ সুপার(শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাকির প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল,সাধারন সম্পাদক ইসরান হোসাইন লিখন,ইউপি চেয়ারম্যানদের পক্ষে অধ্যক্ষ শামছুল হক মন্ডল,পৌর বড়বাজার দোকান মালিক সমিতির সভাপতি জুলফিকার রহমান দারা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন,পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ,ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল,আলী তৈয়ব শামীম,জুলফিকার রহমান শান্ত,প্রভাষক রুহুল আমিন,অসীম কুমার জৈন নতুন সহ ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তারা ।