সোনাতলার জোড়গাছা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

244

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সোনাতলা উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু লায়েছ হোসেন নাহিদ।
জোড়গাছা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শামিম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল মালেক, বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম স্বপন, জেলা কৃষক লীগের সদস্য বজলার রহমান বকুল, আব্দুল মোমেন মাস্টার, রফিকুল ইসলাম, মশিউর রহমান দিদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জোড়গাছা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ভুট্রো ও খলিলুর রহমান।