দুপচাঁচিয়া উপজেলায় কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে

210

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ আজ ১৪ই এপ্রিল বুধবার সারা বাংলাদেশে প্রতিটি এলাকায় মহামারী করোনা ভাইরাস এর তীব্রতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ৭দিনের লকডাউন ঘোষনার ১ম দিনে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে।লকডাউন কার্যকর করার জন্য দুপচাঁচিয়া উপজেলার নতুন যোগদানকৃত নির্বাহী অফিসার (ইউএনও)মহোদয় ,সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মোঃ হাসনাত,থানা পুলিশ সহ দুপচাঁচিয়া পৌর এলাকায় সার্বক্ষণিক টহলরত অবস্থায় ছিলেন।দুপচাঁচিয়া উপজেলার প্রাণকেন্দ্র সি.ও অফিস বাসস্ট্যান্ড এলাকায় কিছু মুদির দোকান ,কাচাঁ তরিতরকারী দোকান ও ফলের দোকান আংসিক হারে খোলা ছিলো। এছাড়াও প্রতিটি এলাকায় ফার্মেসীর দোকান চোখে পড়ারমত ছিলো।অটোরিক্সা,রিক্সাভ্যান এগুলো হালকা পরিসরে দেখা গিয়েছে।রাস্তায় দূরপাল্লা ও আন্তঃজেলা কোন বাস চখে পরেনি ।১মরোজা শুরু হওয়ায় জনগন অনেকটায় বিব্রত হয়েছে কারণ গ্রামের অধিকাংশ মানুষ করোনা ভাইরাস রোগ সম্পর্কে জানেনা।