দুপচাঁচিয়া -ধাপ সুলতানগঞ্জ হাট শুরু হওয়ায় বন্ধ করে দিলেন ইউএনও

269

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ-সুনামধন্য উত্তরবঙ্গের বড় হাট দুপচাঁচিয়া ধাপ-সুলতানগঞ্জ হাট প্রতি বৃহস্পতিবার ও রবিবার সপ্তাহে দু’দিন লাগে।বিশেষ করে বৃহস্পতিবার সর্ব-বৃহৎ গরু,ছাগল,হাঁস-মুড়গী,ধান,বাশঁ,জাল সহ বিভিন্ন ধরনের কাচাঁ তরি তরকারী বাজার লেগে থাকে।সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউনের দ্বিতীয় দিনে হাটের ইজারাদার কর্তৃপক্ষ কোন তোয়াক্কা না করে হাট চালাচ্ছে।ইউএনও  হাট শুরু হওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে শুধু অল্প পরিসরে কাচাঁ তরি তরকারী বাজার রেখে অন্যান্য জিনিষের হাট ও লোক সমাগম এলাকা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেন এবং এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার,সহকারি কমিশনার(ভূমি),ও থানা প্রশাসন।কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান।