শিবগঞ্জের মাঝিহট্টে অন্যের জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা;থানায় অভিযোগ

139

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জের মাঝিহট্ট ইউপির সৈয়দ দামগাড়া গ্রামের মৃতঃ ময়েন উদ্দীনের পুত্র আব্দুল আজিজ সরকারের ক্রয়কৃত সম্পতিতে একই গ্রামের আব্দুল করিমের পুত্র এনামুল ও রেজাউল কর্তৃক জোরপূর্বক জায়গা দখল করে পাকা বিল্ডিং নির্মানের চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে ১৬এপ্রিল শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে বাদী তার বর্ণনায় উল্লেখ করেন যে, আমি মোঃ আব্দুল আজিজ সরকার, পিতা- মৃত: খাজা ময়েন উদ্দিন সরকার, সাং- দামগাড়া, ইউনিয়ন মাঝিহট্ট, থানা-শিবগঞ্জ, জেলা- বগুড়া থানায় হাজির হইয়া এই মর্মে লিখিত ভাবে অভিযোগ দায়ের করিতেছি যে, নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি আমার। আমি আমার ভাই মোঃ মোস্তফা সরকার, পিতা- মৃত: খাজা ময়েন উদ্দিন সরকার, সাং- সৈয়দ দামগাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়ার নিকট থেকে ক্রয় করি এবং শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করতে থাকি। এছাড়া বর্তমানে নিম্ন তপশীল বর্নিত জমির অপর অংশ নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলছে যাহার মামলা নং- ১৩৪/১৮/২০১৮ অন্য। বর্তমানে উক্ত জমি বিবাদী ১। মোঃ এনামুল হক, ২। মোঃ রেজাউল করিম, উভয়ের পিতা- মোঃ আব্দুল করিম, উভয়ের সাং- সৈয়দ দামগাড়া সরকারপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়াদ্বয় এলাকার কিছু দুঃস্কৃতিকারী ব্যক্তির কু-পরামর্শ ক্রমে নিম্ন তপশীল বর্ণিত জমি তাদের বলে বাদী করছে এবং নিম্ন তপশীল বর্ণিত জমিতে বিল্ডিং বাড়ি নির্মাণ করার চেষ্টা করছে। ইং ১৬-০৪-২০২১ তারিখ সকাল অনুমান ৯:০০ ঘটিকার সময় আমি বিবাদীদেরকে বাড়ি নিমার্ণ করতে বাধা নিষেধ করা মাত্রই ১ ও ২ নং বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং আমাকে বলে যে, আমি যদি বিবাদীদের কাজে বাঁধা প্রদান করি তাহলে আমাকে মারপিট সহ খুন জখম করবো মর্মে ভয় ভীতি ও হুমকি ধামিক প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। উল্লেখ্য বিবাদীরা উক্ত তপশীল বর্ণিত জমির উপরে থাকা খেঁজুর গাছ সহ অন্যান্য গাছ কেটে ফেলে অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা ক্ষতি সাধন করেছে। তপশীল বর্ণিত সম্পত্তির বর্ণনা জেলা- বগুড়া, থানা- শিবগঞ্জ, মৌজা- দামগাড়া, জেএল নং- ১৩৭, খংনং- ২৮০, এমআরআর ৩৩৭, ডিপি-১১৪৫, দাগ নং- ১৪৪৪/৩৭৯২, রকম- পতিত, পরিমাণ- ৫১ শতক এর কাতে ১০শতক মাত্র।