মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা!

143

অনলাইন ডেস্ক

বর্তমান করোনা মহামারির সময় স্বাস্থ্যবিধির কড়াকড়ি প্রতিটি জায়গায়। জনগণ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, মুখে মাস্ক পরে এজন্য কঠোর অবস্থানে আছে প্রতিটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ্যদের জন্য আছে জরিমানার ব্যবস্থা। এবার মুখে মাস্ক না পরায় সেই জরিমানা গুণতে হলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা কে।

সোমবার (২৬ এপ্রিল) ব্যাংককের গভর্নর আসউইন কোয়ানমুয়াং তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায়ুথ চানের একটি ছবি সরকারি একটি ফেসবুকে পেইজে প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় তিনি মুখে মাস্ক পরা ছাড়াই কোন একটা মিটিং করছেন। ছবিটি নজরে আসার পরই গভর্নর আসউইন প্রধানমন্ত্রীকে জানান, প্রকাশ্য মিটিংয়ে তিনি মুখে মাস্ক না পরে নিয়মের ব্যতয় ঘটিয়েছেন, যেটা পুরোপুরি আইনের লঙ্ঘন।

এ কথা জানার পর প্রধানমন্ত্রী মুখে মাস্ক না পরে আইন ভাঙার জন্য ৬ হাজার বাথ যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার টাকা জরিমানা হিসেবে জমা দেন। সেই সাথে ঘরের বাইরে যে কোন থাই নাগরিককে মাস্ক পরার ব্যাপারে আরও কঠোর হওয়ার উদাহরণ হিসেবে এই জরিমানাকে দেখতে বলেছেন বলে জানিয়েছেন আসউইন।