শাজাহানপুরে সন্ত্রাসী গ্রামবাসি সংঘর্ষে আহত ৮

150

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় মাটি কাটায় ব্যবহৃত এসকেভেটর মেশিন বাড়ির দড়জার সামনে দিয়ে নিতে নিষেধ করায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসি সহ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সাজাপুর চকজোড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। আহতদের মধ্যে রয়েছে ওই গ্রামের আনোয়ার হোসেন, ইমন এবং তার স্ত্রী আলিফা, বাপ্পী। অপর পক্ষে জাহিদুল। অন্য ৩জনের পরিচয় নিশ্চিৎ হওয়া যায়নাই। সরেজমিনে ওই গ্রামের মিনারা বেগম, রাখি বেগম সহ মহিলারা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয় বখাটে দুলাল হোসেন(২৫) চালক সহ এসকেভেটর মেশিন চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এসময় মুরগি ব্যবসায়ী আনোয়ারের বাড়ির সামনে লোহার প্রধান দড়জা ভাঙ্গার উপক্রম হয়। আনোয়ার হোসেন মেশিনটি একটু দুর দিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। এসময় দুলাল এসকেভেটর থেকে নেমে ক্ষিপ্ত হয়ে আনোয়ারকে এলোপাথারি মারপিট করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুলাল পালিয়ে যায়। এসময় চালক এসকেভেটর চালিয়ে নিয়ে চলে যায়। রাত ১১টার দিকে দুলাল সহ তার গ্রুপের অন্তত ৩০জন সন্ত্রাসী আনোয়ারের বাড়ির উঠানে আসে এবং গালাগালি করতে থাকে। এসময় ওই গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসা ইমন এবং তার স্ত্রী আলিফা ঘটনা দেখতে বাড়ির উঠানে আসলে সন্ত্রাসীরা তাদের পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। গ্রামের লোকজন দ্রুত এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপরেও চড়াও হয়। এতে আনোয়ার হোসেন এবং বাপ্পী মারাত্বক আহত হয়। গ্রামের পুরো লোক একসাথে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এলাকার চিহ্নিত বখাটে যুবক দুলাল মাদক সেবি ও বিক্রেতা বলে গ্রামবাসি জানান। এই ঘটনায় প্রায় ৩দিন আগে আব্দুল মতিন নামের একজনকে মেরে আহত করে। তার আগে ওই গ্রামে আবুল খায়েরের মেয়েকে উত্যক্ত করে। পরে গ্রাম্য শালিশে তা সমাধান হয়। দুলালের অত্যাচারে গ্রামের মেয়ে এবং বউরা রাস্তায় ঠিকমত চলাচল করতে পারেন না বলে তারা অভিযোগ তোলেন। অপরদিকে দুলাল গ্রুপের প্রধান বাবু মোবাইল ফোনে জানান, দুলাল তার গ্রুপের ছেলে। সে ভালো ছেলে। আনোয়ারের লোকজন তাকে মেরেছে। শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।