দুপচাঁচিয়ায় চুরি হওয়া অটোচার্জার ভ্যানের ৪টি ব্যাটারি সহ ২ জন আটক

181

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া বড়-নিলাহালী গ্রামের মোঃজহুরুল ইসলাম(২৮).সে সারাদিন দুপচাঁচিয়ায় ভ্যানে যাত্রী বহন করে ভাড়া খেটে প্রতিদিনের মত ২৯ এপ্রিল বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ০৯.৩০ ঘটিকায় বাড়ীতে এসে প্রতিদিনের মত ভ্যানগাড়ীতে শিকলের সংগে তালা লাগিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরে।পরেদিন শুক্রবার ঘুম থেকে উঠে সকালে অটো চার্জারভ্যান নিয়ে বেড় হওয়ার আগে তারচোখে পড়ে চাজার্রভ্যানের ৪টি ব্যাটারি চুরি হয়েছে।অটোচার্জার ভ্যানের যাহার ব্যাটারির মডেল নং-উঙডঊউঙ-পড়সঢ়ধহু এর ৬-ঊঠ/১২-১৪০অ+০৪(চার) টিব্যাটারি সংযুক্ত ছিল।যাহার মূল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার )টাকা। একইদিন ৩০ এপ্রিল শুক্রবার দিবাগত রাত্রিতে উক্ত ভ্যানচালক দুপচাঁচিয়া থানায় লিখিত ভাবে মামলা দায়ের করে।পরবর্তিতে থানার অফিসার ইনচার্জ হাসানআলী ,থানার পুলিশ পরিদর্শক সনাতন চন্দ্র সরকার ও এসআই আলেফ উদ্দিন সহ চুরি হওয়া ঘটনাস্থল পরিদর্শনকরে।অদ্যই ১মে শনিবার দুপচাঁচিয়ার থানার অফিসার ইনচার্জ হাসানআলীর নির্দেশনায় থানার এসআই আলেফ উদ্দিন ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বড় নিলাহালী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আলামিন প্রাং(২১),ও সাজাপুর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে রাকিব প্রাং(২৯).এই দু’জনকে আটক করে তাদের ¯ীকাররোক্তি অনুসারে বড়-নিলাহালী গ্রামের দুদুর কবরস্থান হতে ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে চুরি মামলায় কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার বিষয়টি নিশ্চিত করেন।