শিবগঞ্জে কিচক উচ্চ বিদ্যালয়ে ৩৫ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ

179

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কিচক দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানউন্নয়নের লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ৩৫ জন গরীব মেধাবি ছাত্রীদের বাইসাইকেল প্রদান করলেন বিদ্যালয়ের সভাপতি ও কিচক ইউনিয়নের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী। শনিবার বিকেলে অত্র বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সুধি সমাবেশে সাই‌কেল বিতরন উ‌দ্বোধন শে‌ষে বক্তব্য রাখেন কিচক দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, কিচক ইউপি চেয়ারম্যান বিশিষ্টশিল্পপতি এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার নারী শিক্ষার উন্নয়ন। সেই লক্ষ্যে মেয়েদের শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরন করা হচ্ছে।
মাস্টার হাফিজার রহমানের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহারুল ইসলাম সফিক, সহকারি প্রধান শিক্ষক উজ্জল কুমার মোদক, কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি ছামছুল ইসলাম, সাংবাদিক খলিলুর রহমান আকন্দ, ম্যানেজিং কমিটির সদস্য মাহবুর রহমান, সাইফুল ইসলাম, ইউপি সদস্য আবু বক্কর, আব্দুল মান্নান প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহারুল ইসলাম সফিক জানান, এর আগে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনি পযর্ন্ত ছাত্রীদের মধ্যে লটারি করে ৩৫ জন ছাত্রীকে নির্বাচন করা হয়। তিনি আরো জানান, করোনা কালিন সময়ে তাই স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরে বিতরনকৃত সাইকেল প্রত্যেক ছাত্রী নিজে চালিয়ে বাসায় নিয়ে যান।