দুপচাঁচিয়ায় মিটার চুরির সঙ্ঘবদ্ধ চক্রের ১ সদস্যকে গ্রেফতার

187

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানার বিভিন্ন গ্রামে পল্লীবিদ্যুৎ সংযোগ রয়েছে ।গ্রামের নিরীহ গ্রাহকের পল্লীবিদ্যুৎ সংযোগের মিটার প্রায় দিন চুরি হয়। গ্রামের সাধারন গ্রাহক পল্লীবিদ্যুৎ অফিসে শুধু অভিযোগ দিয়ে নতুন করে টাকা জমাদিয়ে পূনরায় মিটার সংযোগ লাগান।দীর্ঘদিন ধরে সঙ্ঘবদ্ধ চোরেরা মিটার ,সংযোগ তার,পাম্প এগুলো চুরি করে কিন্তু উদ্ধার হয়না, এব্যাপারে দুপচাঁচিয়া পল্লীবিদ্যুৎ অফিস থানাকে অবহিত করিলে উহার ধারাবাহিকতায় আজ ২ মে রবিবার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী নির্দেশনায় থানার এসআই এরশাদ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মোঃ রুবেল প্রামানিক(২৩).পিতা-মোঃআয়েজ উদ্দিন,সাং-আলতাফনগর.থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়াকে ধরতে সক্ষম হয়েছে এবং ধৃতর স্বীকারোক্তি জবানবন্দিতে ঐ এলাকা হতে ৭টি পল্লীবিদ্যুৎতের মিটার উদ্ধার করে।এ-রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন ছিলো বলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।