শান্তাহারে আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ গ্রেফতার ৫

160

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পলাশ ও মুন নামে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীনের নেতৃত্বে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন সান্তাহার ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো সান্তাহার পলাশ বোডিংয়ের ম্যানেজার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আলিকগ্রামের আলেপ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪০), ওয়ার্ড বয় সান্তাহার চা বাগানের ইয়াদ আলীর ছেলে আজাদ হোসেন (৪২), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিমগ্রামের আইয়ুব আলীর মেয়ে শিখা খাতুন (২৭), চাঁদপুর জেলার হাইরচর উপজেলার চরভৌরবী গ্রামের সাগর হোসেনের স্ত্রী রোজিনা খাতুন (৩০), ও আদমদীঘির শিববাটি গ্রামের সোহেল রানার স্ত্রী শারমিন আক্তার (২২)।