প্রধানমন্ত্রীর উপহারের টাকা আত্মসাতের অভিযোগ বেতকাপা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে!

166

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ ও মানবিক সহায়তার টাকা আত্মসাতের অভিযোগ ও নানা দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

১৩ মে বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মাঠেরহাটস্থ বেতকাপা ইউনিয়নের সামনে এ বিক্ষোভ মিছিল করে।

এতে প্রায় শতাধিক বঞ্চিত নারী-পুরুষ অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ বেতকাপা ইউনিয়ন সভাপতি আব্দুর গণি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরকার ফিটুল, ইউনিয়ন যুবলীগ সভাপতি মেনাজুল ইসলাম, মমতাজ জামানসহ অন্যরা।

বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা আত্মসাতের পায়তারা করছে চেয়ারম্যান।
তালিকায় যাদের নাম আছে, তারা টাকা পাচ্ছে না। বিষয়টি চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি আওয়ামীলীগ সভাপতিকে অপমান করে।

এঘটনার তীব্র প্রতিবাদ করে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
প্রতিবাদের বিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল করিম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এবিষয়ে উপজেলা নিবাহী অফিসার কামরুজ্জামান নয়নের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবাদের বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই অসহায় দুস্থদের টাকা যারা আত্মসাৎ করবে তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।