দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে ৬ জুয়ারুকে গ্রেফতার

378

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দেশের করোনা ভাইরাস দিন দিন বেরেই চলছে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি সারাদিন জুয়া খেলা নিয়ে এলাকার জনগনের অর্থ ধংস ও সর্বনাশ করছে ঠিক সেই সময় দুপচাঁচিয়া থানার ইনচার্জ হাছান আলীর নির্দেশনায় থানার অফিসার এসআই মোঃ নিয়ামান নাসিরের নেতৃর্ত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় মাদকবিরোধী ও জুয়া নিরোধকল্পে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত্রি আনুমানিক ২৩.৩০ ঘটিকায় দুপচাঁচিয়া থানার চামরুল ইউনিয়নের অর্ন্তগত উত্তর সাজাপুর গ্রামে কবরস্থানের পূর্বদিকে জনৈক টিপুর আম বাগানের মধ্যে জুয়া খেলার সময় নগদ টাকা,ও জুয়ার সরমজামাদী সহ বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।গ্রেফতারকৃত আসামী ১।মোঃজুয়েল(৩০),পিতা-মোঃআলাউদ্দিন,২।মোঃসানোয়ার(৩৫),পিতা-মৃতমকবুল হোসেন,৩।মোঃ নাসির(২২),৪। মোঃ সোহাগ(৩০) উভয়ের পিতা-ইয়াসিন সরদার,৫।মোঃ আবু সাঈদ(২৮)পিতা-মৃতছহির উদ্দিন,৬।মোঃ আব্দুল আলিম(৩২),পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সর্ব-সাং-উত্তর সাজাপুর, থানা- দুপচাঁচিয়া,জেলা-বগুড়া।আসামীদের বিরুদ্ধে জুয়ার মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে বলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।