বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন বাড়ীঘর পরিদর্শন

228

আকাশ স্টাফ রিপোর্টার; বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের সরকার কর্তৃক নির্মিত আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন বাড়ী পরিদর্শন ও বাড়ীতে বসবাসকারীদের সাথে কথা বলেন উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
নিশিন্দারা ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প কর্তৃক নির্মিত বাড়ী ঘর পরিদর্শন করে তাতে বসবাসরত মানুষ জনের সাথে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ সময় তিনি বলেন, আগামী ২০২৪ ইং সালের মধ্যে বাংলাদেশের কোন ভূমিহীন ব্যক্তি আশ্রয়হীন থাকবে না। তাদের সকলের জন্য গৃহ নির্মাণ করা হবে। দেশের মানুষের উন্নয়নের জন্য যিনি দিনরাত পরিশ্রম করছেন তিনি হলেন বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, ইউপি সচিব আব্দুর রশিদ, ইউপি সদস্য শাহজাহান আলী, জুলফিকার সরকার, আল মামুন স্বপন, ছাত্রলীগ নেতা আবু তাহের সোহাগ,জহুরুল ইসলাম আল-হীরা সহ সকল ইউপি সদস্যবৃন্দ।