দুপচাঁচিয়ায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

172

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
২০২০-২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভুর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে অদ্যই ২৯ শে মে শনিবার বিকালে কৃষি অফিস চত্বরে বরাদ্দের শেষ এ কম্বাইন হারভেস্টার এর প্রতীকী চাবি কৃষক আবুল কালাম সরদারের হাতে প্রধান অতিথি হিসাবে তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, আবেদীন ইকুইপমেন্ট লিঃ বগুড়ার জোনাল অফিসের অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) অতীশ মজুমদার প্রমুখ। আবেদীন ইকুইপমেন্ট লিমিটেড এর এ কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ৩০লাখ ৫০হাজার টাকা। সরকারের ১৪লাখ টাকা ভুর্তুকি বাদে ১৬লাখ ৫০হাজার টাকা পরিশোধ করে এ কম্বাইন হারভেস্টার ক্রয় করেন উপজেলার গুনাহার ইউনিয়নের পাওগাছা গ্রামের কৃষক আবুল কালাম সরদার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম জানান, এ উপজেলায় ২০২০-২১ অর্থবছরের বরাদ্দকৃত ৩টি কম্বাইন হারভেস্টার মেশিন ভুর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে কোন কৃষক যদি ভুর্তুকিতে এ মেশিন ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে তাঁরা আমার দপ্তরে যোগাযোগ করলেই মেশিনের ব্যবস্থা করে দেয়া হবে।