শিবগঞ্জে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

223

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯মে ২০২১ইং শনিবার দিনব্যাপী শিবগঞ্জের সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে শিবগঞ্জ পৌরসভা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠ মফস্বল ইনচার্জ ও বাংলাদেশে প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর অতিথি প্রশিক্ষক মীর লিয়াকত আলী। প্রশিক্ষণের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। কর্মশালায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদ দাতা মহসিন আলী রাজু, সিনিয়র সাংবাদিক বাবু বসুধা। শিবগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক এমদাদ, রশিদুর রহমান রানা, জিএম মিজান, খালিদ হাসান, কনক দেব, কামরুল হাসান, রবিউল ইসলাম রবি, আব্দুর রহমান, ইমরানুল হক, এম দুলাল, গোলাম রব্বানী শিপন, গোলজার রহমান, ছাইফুল ইসলাম, ফারুক হুসাইন, আবু বক্কর সিদ্দিক বাদশা, শাহজাহান আলী, শেখর চন্দ্র সরকার, উৎপল কুমার মোহন্ত, মিজানুর রহমান, তৌহিদ মন্ডল, মহসিন আলী, রাব্বী হাসান সুমন, রেজাউল করিম, আব্দুর রহিম নাজিম, রাসেল রহমান, আনন্দ চন্দ্র রায়, এম. রহিম প্রমূখ।